Wednesday, August 28

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপির সেমিনার বিকেলে

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার করবে বিএনপি।
আজ বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় গুলশানে হোটেল লেকশোতে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, ২০১৭ সালের ২৮ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন। সেজন্য ২৮ আগস্ট বিএনপি রোহিঙ্গা সমস্যার আশু সমাধান সামনে রেখে এই সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।
জানা গেছে, সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক দলের নেতাদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সেমিনারে রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।
সূত্র: বিডি লাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়