Friday, August 9

কানাইঘাটে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ (ইউএই)’র উদ্যেগে হত- দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় কানাইঘাট পৌরসভাস্থ মহিলা কলেজে এ অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জুনেদ আহমদের সভাপত্বিতে ও সহ-সভাপতি মতিউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান জয়নাল আবেদিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম কানাইঘাট সদর ইউপির চেয়াম্যান মামুন রশিদ, কনাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুল, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী একেএম ওলিউল্লাহ, মাষ্টার ফয়সল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাষ্টার আবুল খয়ের, বিলাল আহমদ, ইউপি সদস্যা জাহানারা বেগম প্রমুখ।

কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে উপজেলার পৌরসভা সহ ৬টি ইউনিয়নের প্রায় শতাধিক হত দরিদ্রদের মাঝে জন প্রতি হাজার  টাকা করে বিতরণ করা হয়।
কানাইঘাট নিউজ ডটকম/ ৯অাগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়