বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পাওয়া যাবে মোবাইল অ্যাপে। যা শুরু হবে আগামী অক্টোবর থেকে। এ অ্যাপ ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেনা যাবে বিমানের টিকিট। এতে করে টিকিট কাটা নিয়ে আর ভোগান্তিতে পড়তে হবে না গ্রাহকদের।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে নতুন উড়োজাহাজ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধনের সময় এ তথ্য
জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।
বিমান সচিব বলেন, এক সময় বিমানের টিকিট
চাইলেই নেই, অথচ সিট খালি যায় এমন অভিযোগ থাকলেও এখন সে অভিযোগ পাওয়া যায়
না। আধুনিকায়নের মাধ্যমে বিমানের অনিয়ম ও দুর্নীতি দূর করা হচ্ছে। ফলে
ক্রমেই জনপ্রিয় হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠান।
তিনি বলেন, চলতি বছর কোনো প্রকার ফ্লাইট
বাতিল ছাড়া নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। হজযাত্রী প্রতি ১০ হাজার
টাকা ভাড়া কমানোর ফলে ৬৫ কোটি টাকা ক্ষতি নিয়ে ফ্লাইট পরিচালনা শুরু
করেও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়