Saturday, August 10

অ্যাপলের ফোল্ডেবল আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক  :

গত বছরের শুরুতে ফোল্ডেবল ফোনের পেটেন্ট অনুমোদন পায় অ্যাপল। কিন্তু অ্যাপলের পক্ষ থেকে ফোল্ডেবল ডিভাইস বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু তারা ঠিকই ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। বলা হচ্ছে, ২০২১ সালের মধ্যেই ফোল্ডেবল আইফোন বাজারে আনবে অ্যাপল। খবর দ্য ভার্জ।

বিশ্লেষণা প্রতিষ্ঠান ইউবিএস জানিয়েছে, সামনের বছরই ফোল্ডেবল পণ্য আনতে পারে অ্যাপল। তবে ফোল্ডেবল আইফোনের আগে আইপ্যাড আনবে অ্যাপল। ধারণা করা হচ্ছে নিজেদের পণ্যে এই প্রযুক্তি যোগ করার আগে নির্মাণ খরচ কমাতে অ্যাপল আরো কাজ করছে।
ফোল্ডেবল আইফোনের নকশা
ফোল্ডেবল আইফোনের নকশা
ইউবিএসের এক জরিপ বলছে, এক তৃতীয়াংশের বেশি গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। কিন্তু তারা এর জন্য বাড়তি আরো ৬০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে রাজি। ফোল্ডেবল পণ্যের বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।
চীনা জায়ান্ট হুয়াওয়ে মেট এক্স (ফোল্ডেবল) উন্মোচন করে চলতি বছর। সেপ্টেম্বরে বাজারে আসবে ডিভাইসটি। একই সময়ে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ডও বাজারে আসবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়