অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত হতে পারেন ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে
আসেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এ সময় নারী অফিসকর্মীর সঙ্গে আহমেদ কবীরের
ভিডিও ভাইরাল নিয়ে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে মন্ত্রিপরিষদ সচিব
বলেন, চাকরির বিধান অনুযায়ী তার চাকরিচ্যুতির মতো শাস্তিও হতে পারে। এ
ছাড়া তাকে ডিমোশন দিয়ে নিচের পদে নামিয়ে দেয়া হতে পারে।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে
একটি কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটিকে ভিডিওর বিষয়টি তদন্ত করার জন্য এ
বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকেও রাখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে
অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ভিডিও কাণ্ডের বাহিরে যদি ওই কর্মকর্তা আরো কোন অপরাধ করে থাকেন তাহলে সে বিষয়েও তদন্ত করা হবে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়