চোখের পলকে লেক থেকে পানি নিল উড়ন্ত বিমান। অবাক করা এই কাণ্ডটি ঘটেছে
আমেরিকার আলাস্কার স্কিলাক লেকে। বিশাল সেই লেকের উপর দিয়ে উড়ে আসছে
কয়েকটি সুপার স্কুপার বিমান। উড়তে উড়তে নিচের দিকে আসতে শুরু করল
বিমানগুলো। নিচে নেমে তার পর লেকের জলের উপর দিয়েই ছুটছে বিমান। এভাবেই
জলের উপর দিয়ে কিছুক্ষণ ছুটে তার পর আবার উড়তে শুরু করল সুপার স্কুপার
বিমান।
আসলে আলাস্কার স্কিলাক ওয়াইল্ড লাইফ রিক্রিয়েশন এলাকায় আগুন লাগায়
সেখানকার আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে ওই বিমানগুলোকে। এভাবেই স্কিলাক
লেক থেকে পানি তুলে নিয়ে আগুনের নেভানোর কাজ করছে সুপার স্কুপারগুলো।
ওই লেকে গত ২৪ অগস্ট যান ইউএস ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের কর্মী স্কট স্লাভিক। তিনিই এই ঘটনার ভিডিও করেন। তার পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। জলের উপর দিয়ে বিমানের ছুটে চলা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
খবর বিভাগঃ
অন্যরকম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়