Saturday, August 17

ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন মোল্লা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুমন মোল্লা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ও শত্রুজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র।
সুমন মোল্লার চাচা গফফার মোল্লা মধু জানান, নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ৮ আগস্ট সুমনের শরীরের ডেঙ্গু ধরা পড়ে। ওইদিনই তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে চারদিন পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডু জানান, গত ৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি সুমন মোল্লাকে ১২ আগস্ট ফরিপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছিল।
সুমনসহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মাগুরায় তিনজনের মৃত্যু হয়েছে। মাগুরা সদরের পুটিয়া গ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত জয়া সহা গত ৪ আগস্ট ঢাকায় এ্যাপোলো হাসপাতালে ও  ১৫ আগস্ট শরীফ জয়নাল আবেদিন সদরের নরসিংহাটি গ্রামের নিজ বাড়িতে মারা যান।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা ও মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে এ দুটি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়