Thursday, August 29

‘জয় বাংলা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

‘রক্তাক্ত আগস্ট’ শিরোনামের বিশেষ সংখ্যা নিয়ে বাজারে আসছে মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’। ৩১ আগস্ট গণভবনে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল বিএসএল নিউজ প্রকাশনা থেকে প্রকাশিত হবে সংগঠনটির নিজস্ব এ মাসিক ম্যাগাজিন। ‘জয় বাংলা’ ম্যাগাজিনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিভাবান কর্মী, সাবেক-বর্তমান নেতা ও দেশ-বিদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের লেখনী- সাহিত্যকর্মের সুযোগ করে দেয়া হবে।
এ ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। 
ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এটির প্রকাশক। তার নেতৃত্বে গণযোগাযোগ সম্পাদকদের টিম এ ম্যাগাজিনটির সম্পাদনাসহ সামগ্রিক কাজ করবে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়