Monday, July 1

লেবাননের মন্ত্রীর গাড়ি বহরে হামলা, ২ দেহরক্ষী নিহত

লেবাননের শরণার্থী বিষয়ক মন্ত্রী সালেহ্ আল-গারিবের গাড়ি বহরে সশস্ত্র হামলা চালিয়েছে বন্দুকধারীরা। বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে তার দুই দেহরক্ষী নিহত ও একজন রাজনীতিক আহত হয়েছেন।

রোববার দেশটির আলেয় জেলার কাব্শমৌন ও বাতিন এলাকার মধ্যবর্তী একটি স্থানে এ হামলার ঘটনাটি ঘটে। হামলায় আল-গারিবের দুই দেহরক্ষী নিহত হওয়া ছাড়াও প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি’র এক সদস্য মারাত্মক আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে। 

এনএনএ’কে দেয়া এক সাক্ষাৎকারে আল-গারিব হামলা সম্পর্কে বলেন, “আমরা কাব্শমৌন এলাকার পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময়ে আমাদের ওপর অতর্কিত বন্দুক হামলা চালানো হয়।”
তিনি আরো বলেন, “এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা ছিলো। আমাদেরকে হত্যার জন্যই এই হামলাটি চালানো হয়েছে।”
সাধারণ জনগণের শান্তির কথা বিবেচনা করে ও ঐক্যের ডাক দিয়ে তিনি দেশের সব গোত্র ও দলকে এ ধরনের রক্তাক্ত হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। 
কোনো ব্যক্তি বা গোষ্ঠি  এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়