Thursday, July 18

জাপানে অ্যানিমেশন স্টুডিওতে আগুন, নিহত ২৩

জাপানের কিওটো নগরীর একটি অ্যানিমেশন স্টুডিওতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৮ জন।

সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। উদ্দেশ্যমূলকভাবে স্টুডিওটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা গেছে। 
স্টুডিওটি ‘সাউন্ড! ইফোনিয়াম’ সিরিজ তৈরি করে আসছিল এবং তাদের ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড- দ্য ড্রিম’ নামের সিনেমাটি চলতি মাসে রিলিজ হওয়ার কথা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়