Sunday, July 7

ফ্লোরিডায় শপিংমলে গ্যাস বিস্ফোরণ, আহত ২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শপিংমলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছেন। 

শনিবার স্থানীয় সময় সকালে ফাউন্টেন প্লাজা নামে এক শপিংমলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে শপিংমলে একটা বড় অংশ পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরে থাকা জিম। উড়ে গিয়েছে এলএ ফিটনেস সেন্টারের জানালা। এছাড়া মলের পাশে অনেক ছোটো দোকানেও আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।
অগ্নিনির্বাপক বাহিনীর উপ-প্রধান জোয়েল গর্ডন জানান, বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে গ্যাস পাইপ লিক হওয়ার কারণে এ বিস্ফোরণটি ঘটেছে। 
স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের জানালার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। বিস্ফোরণস্থল থেকে ৯০ মিটার দুরে ছিটকে যায় কাঁচের টুকরোগুলি। ঘটনার সময় অনেকেই মলের ভিতর ছিলেন। পরে অগ্নিনির্বাপক কর্মীরা তাদের বের করে আনেন।  
ভেতরে অবস্থান করা অ্যালেক্স কার্ভার নামে এক কর্মী বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম কোনও বজ্রপাত হয়েছে। মনে হচ্ছিলো পুরো ভবন কেঁপে উঠেছে। পুলিশ সার্জেন্ট জেসিকা রায়ান বলেন, এখন পর্যন্ত ২১ জন আহতের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়