যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সৌদি রাজ পরিবারের সদস্য প্রিন্সেস রিমা বিন্তে বান্দার আল-সৌদ। আর এরই মধ্য দিয়ে বড় একটি ইতিহাস গড়েছেন তিনি।
অতি রক্ষণশীল দেশটির প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে তিনি ইতিহাসে স্থান
করে নিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত
সৌদি দূতাবাসে শীর্ষ কূটনীতিক হিসেবে যোগদান করেন প্রিন্সেস রিমা। - খবর
আনাদলু এজেন্সি
দায়িত্ব গ্রহণের পর এক টুইট বার্তায় তিনি উচ্ছাস প্রকাশ করে বলেন,
‘আজকে আমি নিজ দেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতে পেরে খুবই সম্মান বোধ
করছি। এ দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।’
উল্লেখ্য, চলতি বছরের ১৬ই এপ্রিলে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ
এক রাজকীয় ডিক্রি জারীর মাধ্যমে তার পূত্র পূর্ববর্তী সৌদি রাষ্ট্রদূত
প্রিন্স খালিদ বিন সালমানের স্থলে কন্যা প্রিন্সেস রিমা বিন্তে বান্দার
আল-সৌ‘কে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়