Sunday, July 7

পেরুর বিপক্ষে গোল খেতে চায় না ব্রাজিল

কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। এই মঞ্চে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল পেরু। এই দলের বিপক্ষে জয় তো বটেই, ব্রাজিল তারকা ক্যাসিমেরো জানালেন, তারা প্রতিপক্ষের কাছ থেকে গোল না খাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। 

বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শিরোপা লড়াইয়ে রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।
সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জেতা ব্রাজিল এবার ফাইনালে উঠে আসার পথে গোল হজম করেনি একটিও। যদিও আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে সার্জিও আগুয়েরোর হেড, লিওনেল মেসির শট পোস্টে লেগে ফিরেছিল। ওই ম্যাচে আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনে রেফারি ভিএআর এর সাহায্য নেননি, যা নিয়ে এখনো বিতর্ক চলছে। এরই মধ্যে গোল না খাওয়ার কথা জানালেন কাসেমিরো।
ব্রাজিলের এই তারকা খোলাসা করেই বলেন, প্রতিযোগিতাটি গোল না খেয়েই শেষ করা আমাদের অন্যতম লক্ষ্য। যদি আমরা কোনো গোল না খাই, তাহলে সে কৃতিত্ব কেবল রক্ষণভাগের নয়, আক্রমণভাগে থেকে যারা আমাদের সহযোগিতা করে তাদেরও। আর এটা পার্থক্য গড়ে দেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়