Monday, July 22

গত অর্থবছরে প্রায় শতভাগ প্রকল্প বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়

২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অনুকূলে বরাদ্দকৃত অর্থের শতকরা ৯৯ দশমিক ৬৯ ভাগ ব্যয় করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। যা গত অর্থবছরে (২০১৭-১৮) এ হার ছিল ৯৯ দশমিক ০৬ ভাগ।

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএডিপি’র সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাপ্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে  জাতীয় বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৩৬ ভাগ। ২০১৯-২০ অর্থবছরে  নৌপরিবহন মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৪৯টি প্রকল্প বাস্তবায়ন করবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮১৩ কোটি ৩১ লাখ টাকা।
সভায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্প বাস্তবায়নে অর্থবছরের শুরুতেই মাইক্রোস্কোপ মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মপরিকল্পনা তৈরি করে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।
 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়