ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেস পার্টি’র সভাপতির নেতৃত্য পদ থেকে পদত্যাগ করেছেন রাহুল গান্ধী। গেল লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই শোনা যাচ্ছিলো সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন তিনি। অবশেষে বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, তিনি আর সভাপতি থাকবেন না। আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র এরই মধ্যে জমা দিয়েছি। আশা করছি শিগগির
এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস। আমি এই
প্রক্রিয়াতেও নেই।
রাহুল গান্ধী বলেন, দলের নীতি-নির্ধারণী বডি ওয়ার্কিং কমিটির উচিত
শিগগির এ বিষয়ে সভা ডেকে দলীয় প্রধান নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া।
তবে, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
তবে, নীতি-নির্ধারণী পর্যায়ে না থাকলেও দলীয় কর্মকাণ্ড ঠিকই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
রাহুলের পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
গেল লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস। রাহুল
গান্ধি নিজে কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আমেঠিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি
প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে
জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সোনিয়া পুত্র। এরপরই রাহুল অসন্তোষ প্রকাশ
করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই
কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গেল ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ
থেকে ইস্তফা দেন।
এদিকে দলীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইন্ডিয়ান
ন্যাশনাল কংগ্রেসের প্রধান কে হবেন- তা এক সপ্তাহের মধ্যেই ঠিক করতে হবে।
রাহুলের সরে যাওয়ার ফলে তৃতীয় বারের মতো নেহেরু-গান্ধী পরিবারের বাইরে কেউ হতে যাচ্ছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান।
রাহুলের সরে যাওয়ার ফলে তৃতীয় বারের মতো নেহেরু-গান্ধী পরিবারের বাইরে কেউ হতে যাচ্ছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়