নিজস্ব প্রতিবেদক:
‘মৎস্য চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেষ্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কানাইঘাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবি, সাংবাদিক সহ বিভিন্ন এনজিও সংগঠনের কর্মী সহ অনেকে অংশগ্রহণ করেন। র্যালি পরবর্তী উপজেলা হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং।
মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিদ্যুৎ চন্দ্র সরকারের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, ভ্যাটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জিলানী, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম মুহম্মদ শাহীন রেজা ফরাজি।
বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সূচনা প্রকল্পের শেখ ফরিদ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির ১৮ কেজি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/১৮ জুলাই ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়