Tuesday, July 16

কানাইঘাটে বিদেশী সিগারেটসহ র‌্যাবের হাতে আটক ১


কানাইঘাট নিউজ ডেস্ক :: সিলেটের কানাইঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে কানাইঘাট থানার রাজাগঞ্জ বাজারস্থ জননী ভ্যারাইটিজ স্টোরে অভিযান চালিয়ে সিগারেটসহ একজনকে আটক করে।

আটককৃত ব্যক্তি কানাইঘাটের মইনা গ্রামের মৃত কারী আব্দুল করিমের ছেলে ছালেহ আহমেদ (৩৫)।

এসময় তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ পিস বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আসামীকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যব। 

 কানাইঘাট নিউজ ডটকম/১৬ জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়