Saturday, July 6

কানাইঘাটে বিট কমিউনিটি পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক: 
সিলেটের কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে বড়চতুল ইউনিয়ন বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল ২টায় বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেনের বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সভাপতিত্বে ও বড়চতুল ইউপি বিট অফিসার থানার এসআই ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, বড়চতুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, শাবিপ্রবি কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।


বড়চতুল ইউপির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা বাবুল আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, অলিউর রহমান, তাজ উদ্দিন, ইউপি যুবলীগের আহ্বায়ক রুবেল আহমদ প্রমুখ।
সভায় উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী ও কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি এলাকা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব। শুধুমাত্র পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন সম্ভব নয়। মাদকদ্রব্য নির্মূল, জঙ্গিবাদ দমন ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ। জুয়া ও তীর খেলা বন্ধে পুলিশ জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য সবাই পুলিশকে সহযোগিতা করতে হবে।

কানাইঘাট নিউজ ডটকম/৭ জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়