Tuesday, July 2

ক্যাচ মিস, উইকেটের জন্য হতাশা

মাত্র ১০ রানে রোহিত শর্মাকে ফেরাতে পারতেন তামিম। কিন্তু তার ক্যাচ মিস করে এখন সে মাশুল গুনতে হচ্ছে। জীবন পেয়ে রাহুল নিজের অর্ধশতক পূর্ণ করেছেন। আর ভারত বিনা উইকেটে পৌঁছে গেছে ১১২ রানে।
ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন শর্মা। তবে সেটি হাত ফস্কে পড়ে যায় তামিম ইকবালের কাছে।
এ মুহূর্তে দুই ওপেনার ক্রিজে আছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটেই ১২২ রান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বোলাররা শুরুটা তেমন খারাপ করেননি। বেশ দেখেশুনে খেলতে হয়েছে ভারতেরও।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। ইনজুরি আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় ঢুকেছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন রুবেল হোসেন।
ভারতও এনেছে দুটি পরিবর্তন। কুলদীপ যাদবের স্থানে ভুবনেশ্বর কুমার এবং কেদার যাদবের স্থলাভিষিক্ত হয়েছেন দিনেশ কার্তিক।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়