Wednesday, July 31

কানাইঘাট সরকারি কলেজের মসজিদ নির্মাণে ‘সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্কের’অনুদান



নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট সরকারি কলেজের মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ‘কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্কের নেতৃবৃন্দ।


বুধবার বিকেল ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে  কানাইঘাট সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটি অব নিউইয়র্কের নেতৃবৃন্দের পক্ষে সাবেক ব্যাংকার কমিউনিটি নেতা  মরতুজ আলী কলেজ মসজিদ নির্মাণে ২ লক্ষ ১৫’শ  টাকার আর্থিক অনুদান কলেজ কর্তৃপক্ষের কাছে তোলে দেন।

কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ লোকমান হোসেনের পরিচালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের কর্ণদার মরতুজ আলী বলেন, ২০০৯ সালে নিউইয়র্ক সহ অন্যান্য শহরে বসবাসরত কানাইঘাটের প্রবাসীদের নিয়ে এলাকার আর্তমানবতার কল্যাণ সাধন এবং বর্হিবিশ্বে কানাইঘাটকে তোলে ধরার জন্য এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

আমাদের উদ্দেশ্যে হচ্ছে, কানাইঘাটের মানুষের পাশে থেকে এলাকার স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্যানুযায়ী সহযোগিতা করা। কলেজ ক্যাম্পাসের মসজিদের চলমান নির্মাণ কাজে আরো সহযোগিতা এবং যারা অর্থের অভাবে ভালোভাবে লেখা-পড়া করতে পারছেনা সেই সব অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন কমিউনিটি নেতা মরতুজ আলী।

 

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্কের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন। সুদূর প্রবাসে থেকেও দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে নাড়ির টানে কলেজের মসজিদের নির্মাণে সংগঠনের সভাপতি নছিরুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রবীন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফয়াজ উদ্দিন চৌধুরী, মরতুজ আলী, গোলাম মোস্তফা ২ লক্ষ টাকা সহ  আরো অনেকে অনুদান দিয়েছেন। এর মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজ আরো এগিয়ে যাবে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ প্রবাসে বসবাসরত কানাইঘাটবাসীর কাছে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতার  হাত প্রসারিত করার আহ্বান জানান।

কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হাবিব আহমদ কলেজের মসজিদ নির্মাণে শিক্ষকবৃন্দ ছাড়াও এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা মসজিদের কাজে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। তিনি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করার আহ্বান জানান।





অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাথে জড়িত যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তফা কামাল, কানাইঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি কলেজের অভিভাবক সিরাজুল ইসলাম খোকন, বিভিন্ন বিভাগের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে এবাদুর রহমান, দেলোয়ার হোসেন, সিরাজুল হক, ফরিদুল হক ভূইয়া, ময়নুল হক চৌধুরী, শাহজাহান সিরাজ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ প্রমুখ।

প্রসঙ্গত যে, কলেজ ক্যাম্পাসে একটি দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করার লক্ষ্যে প্রথমে শিক্ষকরা চাঁদা তোলে কাজ শুরু করেন। ইতিমধ্যে ২০ লক্ষ টাকার কাজ সম্পন্ন হয়েছে। মসজিদ পূর্ণাঙ্গ ভাবে নির্মাণ করতে ৪৫ লক্ষ টাকা লাগবে বলে কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুন জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের মর্তুজ আলী কলেজের শিক্ষক নেতৃবৃন্দের নিয়ে মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন।


কানাইঘাট নিউজ ডটকম/৩১জুলাই ২০১৯  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়