Monday, July 1

এজবাস্টনকে দুষলেন কোহলি!

ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপে প্রথম পরাজয়ের মুখ দেখল ভারত। কোহলিদের এমন গা ছাড়া ভাব, ম্যাচ না বাঁচানোর চেষ্টায় সমালোচনা চলছে চারদিকে। তবে নিজেদের সাফাই গাইলেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। তিনি জানিয়েছেন এজবাস্টনের ছোট সীমানার কারণে ব্যর্থ হয়েছেন তারা।

অন্যান্য ভেন্যুগুলোর চেয়ে এজবাস্টনের সীমানা ছিল ছোট। ফলে ইংলিশ ব্যাটসম্যানরা সহজেই হাঁকিয়েছেন বাউন্ডারি। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। ইনিংসের প্রথম ছক্কাটিই হাঁকিয়েছেন শেষ ওভারে! তাতে অবশ্য ‘অজুহাত’ হিসেবে দাঁড় করান হয়েছে মন্থর হয়ে যাওয়া উইকেটকে।
ইংলিশদের বিপক্ষে পরাজয়ের পর ভারতের অধিনায়ক বলেন, ‘টস অনেক গুরুত্বপূর্ণ ছিল। বাউন্ডারিগুলোর দিকে দেখুন- অনেক ছোট। এরকম ব্যাটিংবান্ধব মাঠে এত ছোট বাউন্ডারি অবাক করার মত। ব্যাটসম্যান যদি স্পিনারদের রিভার্স সুইপেই ছক্কা হাঁকায়, স্পিনারদের কী করার আছে!’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়