Monday, June 10

চুরি বা হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে...

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

 

ডিজিটাল যুগে মোবাইলফোন বা স্মার্টফোন ফোন ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। তবে এটি হারানো কিংবা চুরি ঠেকাতে আদি এবং অকৃত্রিম একটাই পরামর্শ- সতর্ক থাকুন। সতর্ক থাকার পরেও যদি আপনার মোবাইল ফোন হারানো কিংবা চুরি যায়, সেক্ষেত্রে নিম্নোক্ত তিনটি কাজ করুন-

১। আইএমইআই নম্বর (আপনার মোবাইল ফোনটি কিনার পর ফোনের আইএমইআই নাম্বারটি লিখে রাখুন আপনার ডাইরিতে। আইএমইআই নম্বরটি থাকে আপনার মোবাইলফোন এর বডিতে ব্যাটারির নিচে) উল্লেখ পূর্বক থানায় জিডি করুন।
২। জিডির এক কপিসহ র‍্যাব-এর কাছে অভিযোগ করুন।
৩। জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেন মোবাইলের অবস্থান। লোকেশনসহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে পেতে পারেন মোবাইলফোনটি।
আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন। মোবাইল ফোনে নিজেদের এমন কোন ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে সামাজিক এবং অন্যান্য ক্ষতি বয়ে আনতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়