স্পোর্টস ডেস্ক ::
ক্রিকেট বিশ্বের এক রোমাঞ্চকর অধ্যায় ভারত-পাকিস্তান ম্যাচ। আর বিশ্বকাপের দ্বাদশ আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিই মাঠে গড়াতে যাচ্ছে রোববার। যদিও আকর্ষনীয় টা বলা যাবে শেষ চারের লাইনআপ দেখার পর। তবে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই অন্য রকম এক রোমাঞ্চ। তবে এ রোমাঞ্চের প্রধান বিরোধী হতে পারে বৃষ্টি।
ক্রিকেট সমর্থকদের জন্য এই মুহূর্তে
অস্বস্তির খবর- বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলোর মত এই ম্যাচেও আছে বৃষ্টির
সম্ভাবনা। সেই সম্ভাবনা ক্রমশ কমতির দিকে থাকলে বৃষ্টি হবে না- এমনটি এখনই
বলার অবকাশ নেই। আর তাই ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন বিশ্বকাপের স্পন্সররা!
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কাকে সামনে রেখে আবারো উঠছে রিজার্ভ ডে না রাখার আফসোস। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের আগে ইতোমধ্যে চারটি ম্যাচ পণ্ড হয়েছে, যা যেকোনো বিশ্বকাপের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক। সেই তালিকায় কি যুক্ত হবে রোববারের মহারণও? আয়োজক বা স্পন্সরদের মত নিখাদ ক্রিকেট ভক্তরাও যে পণ্ড ম্যাচ কামনা করবে না কখনই!
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কাকে সামনে রেখে আবারো উঠছে রিজার্ভ ডে না রাখার আফসোস। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের আগে ইতোমধ্যে চারটি ম্যাচ পণ্ড হয়েছে, যা যেকোনো বিশ্বকাপের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক। সেই তালিকায় কি যুক্ত হবে রোববারের মহারণও? আয়োজক বা স্পন্সরদের মত নিখাদ ক্রিকেট ভক্তরাও যে পণ্ড ম্যাচ কামনা করবে না কখনই!
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়