Saturday, June 15

ঘোষণার ছয় বছর পর শাকিবে ছবির শুটিং শুরু

ঢাকাই সিনেমার গুণী নির্মাতা জাকির হোসেন রাজু ২০১৩ সালে শাকিব খানকে নিয়ে ‘মনের মত মানুষ পাইলাম না’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সে সময় ছবিটির মহরত অনুষ্ঠানও করেছিলেন এই নির্মাতা। অবশেষে দীর্ঘ ছয় বছর পর শনিবার সেই সিনেমার শুটিং শুরু হয়েছে। 

এই বিষয়ে জানা গেছে, শনিবার এফডিসিতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি। এর আগে সিনেমাটির দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাশেদ।
দীর্ঘদিন শুটিং বন্ধ থাকা নতুন করে শুরু হওয়া এ ছবিটির আবারো আগামী ১৭ জুন মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। পরিবর্তন হয়েছে গল্পের বেশকিছু অংশ। নতুন করে করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্যেরও। 
এফডিসিতে টানা কয়েদিন দৃশ্যধারণের পর শেষ হবে ছবিটির প্রথম লটের কাজ। এরপর দেশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণের কাজ চলবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়