Monday, June 24

কলমের ঢাকনাতে ছিদ্র থাকার কারণটি জানলে অবাক হবেন!

ফিচার ডেস্ক ::

কলম সবাই ব্যবহার করে থাকি। ছোট থেকে শুরু করে অনেক বড় বড় কাজও কলমের সাহায্যে করা হয়। এক কথায় বলা চলে, কলম ছাড়া জীবন চলার পথ সহজ চিন্তা করা খুবই কঠিন। কলম ব্যবহার করলেও কখনো কি জানার ইচ্ছে হয়েছে, কলমের ঢাকনাতে ছিদ্র কেন থাকে? এই ছিদ্রটির গুরুত্ব অনেক বেশি। এটি এতটাই তাৎপর্যপূর্ণ যা আপনাকে অবাক করবে। চলুন জেনে নেয়া যাক এর কারণ-

দুর্ঘটনাবশত অনেকেই কলমের ক্যাপ গিলে ফেলার কারনে এই ছিদ্রটি দেয়া হয়। অসাবধানতায় কলমের ক্যাপ গিলে ফেললে ক্যাপটির ছোট ছিদ্র দিয়ে বাতাস প্রবাহ অব্যাহত থাকবে, বাতাস প্রবাহ অব্যাহত থাকায় হঠাৎ শ্বাসরোধ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে ছোট বাচ্চারা কিছু পেলেই তা মুখে দিয়ে ফেলে, বাচ্চাদের নিরাপত্তার জন্য ছিদ্রটি অনেক গুরুত্বপূর্ণ।
ব্যাপারটিকে গুরুত্ব না দিলে ভুল করবেন। কারণ দুর্ঘটনাবশত কলমের ক্যাপ গিলে ফেলায় শ্বাসরোধ হয়ে প্রতিবছর অনেক লোক মারা যায়। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় একশ লোকের মৃত্যু হয় এই বলপয়েন্ট ক্যাপ গিলে শ্বাসরোধ হয়ে। তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক হতে সাহায্য করুন।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়