Friday, June 14

কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নে ভিজিএফ'র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নের ৩ ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। 

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের উপস্থিতিতে ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়াংর্ডের কার্ডধারীদের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল হক স্যারের নির্দেশে এ ৩ ওয়ার্ডের ভিজিএফ'র চাল বিতরণ করা হয়।

প্রসঙ্গত যে, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজাগঞ্জ ইউনিয়নের ৪ ওয়ার্ডে ভিজিএফ'র চাল ইউনিয়ন পরিষদ থেকে গত ৪ জুন অন্যত্র বিতরণের জন্য নিয়ে যাওয়ার সময় ৪৩ বস্তা চাল কালো বাজারে বিক্রির চেষ্টার অভিযোগ এনে রাস্তায় স্থানীয় কিছু লোক আটক করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামের বিরুদ্ধে থানায় চাল আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়।

ইউনিয়নের এ ৩ ওয়ার্ডের চাল বিতরণ না হওয়ায় বৃহস্পতিবার কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়।

কানাইঘাট নিউজ ডটকম/১৪জুন ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়