Thursday, May 30

কানাইঘাটে ওয়ালটনের শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উত্তর বাজারে আব্দুশ শুক্কুর ম্যানশনের নিচতলায় বৃহস্পতিবার বিকেল ৪টায় ইলেক্ট্রনিক্স কোম্পানী ওয়ালটন প্লাজার ৩১৩ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে ওয়ালটন শো-রুমে এক অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ওয়ালটন কোম্পানীর ৩১৩ তম শাখার শুভ উদ্বোধন করেন।

কোম্পানীর সিনিয়র ডেপুটি ডিরেক্টর ওয়াহিদুজ্জামান তানভীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ সোলাইমান, আব্দুশ শুক্কুর ম্যানশনের সত্ত্বাধিকারী প্রবাসী আব্দুশ শুক্কুর।

উপস্থিত ছিলেন, ওয়ালটনের সিলেট জোনের এরিয়া ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, ক্রেডিট মনিটর মোঃ জহরুল ইসলাম, ওয়ালটন জিন্দাবাজার প্লাজার ম্যানেজার ও কানাইঘাটের ইনচার্জ আব্দুল আহাদ, ব্যবসায়ী হারুন সেট, প্রেসক্লাবের সদস্য আলা উদ্দিন, আমিনুল ইসলাম, সুজন চন্দ অনুপ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সূধীজন।

 উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল লতিফ।

কানাইঘাট নিউজ ডটকম/৩০মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়