Saturday, May 18

শাওমি ফোনে অযাচিত বিজ্ঞাপন বন্ধ করার উপায়

 তথ্যপ্রযুক্তি ডেস্ক:

কেনার পর অনেকের কাছেই বিরক্তিকর হয়ে উঠেছে চীনা ব্রান্ড শাওমির ডিভাইসগুলো। এর কারণ অযাচিতভাবে বিজ্ঞাপন প্রদর্শন! তবে চাইলেই বিরক্তিকর এসব বিজ্ঞাপন থেকে রেহাই পাওয়া সম্ভব। শাওমি হ্যান্ডসেটের সর্বশেষ অপারেটিং সিস্টেম এমআইইউআই ১০ এ বিজ্ঞাপন বন্ধ করা যাবে।

ফোনের সেটিংস থেকে ‘Additional Settings’ এ গিয়ে ‘Authorization & Revocation’ এ গিয়ে ‘MSA’ অপশনটি বন্ধ করে দিতে হবে। এরপর ‘Additional Settings’ এর ‘Privacy’ সেটিংস থেকে ‘Ad services Personalized ad recommendations’ অপশনটি বন্ধ করে দিতে হবে। 
এছাড়া শাওমি ফোনে থাকা বিল্ট ইন কিছু অ্যাপ্লিকেশন যেমন, মি ভিডিও, মিউজিক, মি ফাইল ম্যানেজার, মি ব্রাউজার ইত্যাদি থেকে কিছু বিজ্ঞাপন প্রদর্শিত হয়। এগুলো থেকে রেহাই পেতে যেই অ্যাপের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে হবে সেটির সেটিংস থেকে ‘Receive recommendations’ অপশন খুঁজে নিয়ে তা বন্ধ করে দিতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়