Wednesday, May 15

সিলেটে ফ্যাশন হাউজ 'গ্লীব'র যাত্রা

কানাইঘাট নিউজ ডেস্ক:
সাধ্যের মধ্যে মানসম্মত  পোশাক পৌঁছে দেবার অঙ্গিকার নিয়ে সিলেট নগরে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউস “গ্লীব”।

ছেলেদের আধুনিক ও রুচিশীল পোশাকের সম্ভার নিয়ে নগরের পূর্ব জিন্দাবাজারস্থ  সিলকো টাওয়ারের ২য় তলায় ১৪মে ফ্যাশন হাউজ “গ্লীবের ” আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র  আরিফুল হক চৌধুরী ফিতা কেটে গ্লীবের প্রথম আউটলেটের শুভ উদ্বোধন  করেন।

উদ্বোধনী  অনুষ্টানে “গ্লীব” ফ্যাশন হাউসের উদ্যোক্তারা বলেন ,”আমরা কাপড়ের গুণগত মান বজায় রেখে গ্রাহকদের কাছে স্বল্প মূল্যে পোশাক পৌঁছে দিতে বদ্ধ পরিকর। আপাতত শুধু পুরুষদের পোশাক দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে এই গন্ডি পেরিয়ে শিশু ও নারীদের পোশাক নিয়ে আউটলেট করার ইচ্ছা আছে বলেও জানান গ্লীবের উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ  ছাড়াও বিপুল সংখ্যক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর সমাগম ঘটে।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৫মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়