Monday, May 13

ছেলের ভেজা কাপড় তুলতে গিয়ে বাবার মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জে সোমবার সকালে ছেলের ভেজা কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আব্দুর রহিমকে বাঁচাতে গিয়ে তারও স্ত্রী আহত হয়েছেন।
নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দদবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানির কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। বাজার এলাকায় তিন তলা ভবনে সপরিবারে ভাড়া থাকতেন।
আব্দুর রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় পাশের টিনশেড দোকানে বিদ্যুতের তারের উপরে বাতাসে ছেলের কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দিয়ে সে ভেজা কাপড় রহিম তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বামীর এ অবস্থায় স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীও ছিটকে পড়ে। 
কালীগঞ্জ থানার এসআই নেছরা উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়