Wednesday, May 15

কানাইঘাটে পাগলা মহিষের কান্ড! গুতোয় ৬জন আহত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে একটি পাগলা মহিষের গুতোয় ৬জন গুরুত্বর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব  ইউনিয়নের কান্দলা গ্রামের বাংলো টিলায়। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে  কান্দলা গ্রামের জামাল আহমদের একটি  মহিষ হঠাৎ করে পথচারীদের তাড়া করে গুতো দিয়ে ৬জনকে আহত করে।  এ সময় ভয়ে অনেকেই দিকবিদিক ছুটোছুটি করতে শুরু করে। এতে গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। 

পরে গ্রামের লোকজন মহিষটিকে আটক করে গাছের সাথে শক্ত রশি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি কানাইঘাট থানা ও উপজেলা পশু হাসপাতালের কতৃপক্ষকে অবহিত করেন। 

মহিষের গুতোয় আহতরা হলেন কান্দলা গ্রামের জব্বার(৪৫),তানহা আক্তার(১১),বাবুল আহমদ(৩৭),শামীম আহমদ(২৩),সুহানা বেগম(২৭),আব্দুশ শাকুর(২৮)।  এদের মধ্যে ১জনের অবস্থা গুরুত্বর বলে খবর পাওয়া গেছে। 



লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা: ফয়েজ আহমদ কানাইঘাট নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৫ মে ২০১৯ ইং


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়