Sunday, May 5

স্মার্টওয়াচের বাজার অ্যাপলের দখলে

কানাইঘাট নিউজ ডেস্ক:

স্মার্টওয়াচের বাজারেও রাজত্ব ধরে রেখেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টওয়াচ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। খবর টেক।

প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টওয়াচ সরবরাহের তালিকায় অ্যাপলের পরেই রয়েছে স্যামসাং, ফিটবিট, হুয়াওয়ে এবং অন্যান্য চীনা ব্র্যান্ডগুলো। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ বলছে, প্রথম প্রান্তিকে বাজারের ৩৫ দশমিক ৮ শতাংশ শেয়ার দখল করে রেখেছে অ্যপল। স্যামসাং প্রথম প্রান্তিকে দখল করেছে ১১ দশমিক ১ শতাংশ শেয়ার। 
এর বাইরে পুরো বাজারকেই চমকে দিয়েছে চীনা ব্যান্ড ফিটবিট। প্রতিষ্ঠানটি বাজারের ৯ দশমিক ২ শতাংশ বাজার শেয়ার ধরে রেখে তৃতীয় অবস্থানে রয়েছে। কাউন্টার পয়েন্টের এক গবেষক সত্যজিৎ সিনহা বলছেন, অ্যাপল ওয়াচের চাহিদা প্রতি বছর অন্তত ৪৯ শতাংশ হারে বাড়ছে। যদিও প্রতিষ্ঠানটির আইফোনের চাহিদা কমছে ক্রমান্বয়ে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৪-এ সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্যসেবাকে। প্রতিষ্ঠানটি এখন ইউরোপের ১৫ দেশে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলোর কাছ থেকে স্মার্টওয়াচে ইসিজি রাখার বিষয়ে অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানিসহ হংকং-এও। ফলে এসব অঞ্চলে বাড়ছে এর চাহিদা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়