নিউজ ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া কবি ও ব্লগার হেনরী স্বপনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট (২য় আদালত) আদালতের বিচারক শামীম আহমদের আদালতে তার জামিন
হয়। আদালত তাকে ৩০ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন।
এর আগে মঙ্গলবার (১৪ মে) হেনরী স্বপনের
বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করা হয়।
ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
কবি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে
জেলা বারের সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট
মানবেন্দ্র বটব্যালসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়