Wednesday, May 22

জয়ের আগেই মোদির পাঁচ বছরের পরিকল্পনা!

নিউজ ডেস্ক:

ভারতের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ২৩ মে জানা যাবে। এর আগে গেল রোববার শেষ হয়েছে ভোট গ্রহণ।

এদিকে বুথ ফেরত জরিপে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গঠনের কথা বলা হয়েছে। আর এর ভিত্তিতে আগামী পাঁচ বছরের পরিকল্পনা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।
গেল মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র ডাকে জোটের নেতাদের নিয়ে নৈশভোজের আয়োজনেই আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা পাস হয়। 
রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছর মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে বিজেপি। সরকার বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে। আগামী সময়সীমায় তা আরো দ্রুত কার্যকর করতে হবে।
এদিকে কংগ্রেসসহ বিরোধী দলগুলো বুথ ফেরত সমীক্ষাকে মিথ্যাচার বলেছেন। অন্যদিকে বিজেপি বলছে, আমাদের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়