কানাইঘাট নিউজ ডেস্ক:
কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের
চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে)
রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এটিএম শামসুজ্জামানের মেয়ে
কোয়েলের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ
সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ
বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক
সহযোগিতা পেলাম। বাবার শারীরিক অবস্থা আজ অনেকটাই ভালো। লাইফ সাপোর্টও খুলে
দেয়া হয়েছে। তিনি স্বাভাবিক খাবার নিতে পারছেন। আর প্রধানমন্ত্রীকে অসংখ্য
ধন্যবাদ যে বাবার উন্নত চিকিৎসার জন্য তিনি এগিয়ে এসেছেন। বাবাকে আপাতত
দেশেই উন্নত চিকিৎসা দেয়া হবে।‘
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল (শুক্রবার)
রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা
হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ
কেন্দ্রে রাখা হয়। রবিবার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা
হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ
সাপোর্টে রাখা হয়।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়