Saturday, April 27

মা-নানিকে কুপিয়ে হত্যার আসামি গ্রেফতার

কানাইঘাট নিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে মা ও নানিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ওসি রাসেদুল আলম বলেন, ইমরান কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। তবে কি কারণে সে তার মা ও নানীকে হত্যা করেছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই বাদী হয়ে ইমরানকে আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়