Thursday, April 25

সিলেটে ইজতেমা হচ্ছেনা

কানাইঘাট নিউজ ডেস্ক:

প্রশাসনের অনুমোদন না পাওয়ায় দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে হচ্ছেনা সিলেট ইজতেমা। ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ইজতেমা হওয়ার কথা ছিল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন- শ্রীলংকায় বোমা হামলাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ইজতেমা করার অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে আজ বৃহস্পতিবার রাতে সেখানে শবগুজারির অনুমতি প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান- সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল একটি পক্ষ। কিন্তু সেটি বন্ধের দাবিতে রবিবার সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে অপর পক্ষ।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়