Monday, April 8

কানাইঘাটে ইটভাটায় অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়নের খেলুরবন্দ এলাকায় অবস্থিত একটি ইটভাটার লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে মামলা দায়েরের মাধ্যমে নগদ ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেটের জুনিয়র ক্যামিষ্ট মোঃ সানোয়ার হোসেনের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং রায়হান ব্রিকস ফিল্ডে  অভিযানে যান। 

এ সময় ইটভাটায় পরিচালনার জন্য ভাড়াটিয়ার পক্ষে তার ম্যানেজার লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩ ইং সনের ৪/ এবং (৫)৩ ধারা আইনে)  ভাড়াটিয়া কে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা করেন ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং।

ইটভাটার ভাড়াটিয়া আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়ন এবং সব নিয়ম কানুন মেনে ইটভাটা পরিচালনা করবেন বলে অভিযানের কর্মকর্তা লুসিকান্ত হাজংকে আশ্বস্থ করেন।

এ অভিযান কালে পরিবেশ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। 


কানাইঘাট নিউজ ডটকম/০৮ এপ্রিল ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়