কানাইঘাট নিউজ ডেস্ক:
সৌদি আরবের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বন্যা কবলিত ইরানের সহায়তায় পাশে দাঁড়ানো হবে। আর সেই কার্যক্রমে সৌদি আরবের পাশে থাকবে সংযুক্ত আরব আমিরাত।
সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত বন্যার কবলে পড়ে ইরানের সাধারণ জনগণ অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েছে। আমাদের বন্ধু রাষ্ট্র আমিরাতকে সঙ্গে নিয়ে ইরানকে সহায়তা করা হবে।
যৌথ ওই বিবৃতিতে আরো জানানো হয়, মুসলিম ভ্রাতৃত্ব ও মানবিকতার জায়গা থেকে ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সৌদির রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আমিরাতের রেড ক্রিসেন্ট অথরিটি বর্তমানে ইরানের বন্যা নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দিকে বাড়তি নজর দিচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়