Thursday, April 25

পেরুর সোনার খনিতে বন্দুক হামলায় নিহত ৭

 

আন্তর্জাতিক ডেস্ক ,কানাইঘাট নিউজ ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর একটি সোনার খনিতে বন্দুক হামলায় সাতজন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি সোনার খনির টানেলে এ হামলার ঘটনা ঘটে। বুধবার এক বিবৃতিতে সরকারি প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। 

এদিকে বৃটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির পুলিশ বাহিনী এ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছে। আন্দিজ পর্বতমালার ১৬ হাজার ৭০০ ফুট ওপরে লা রিনকোনাদার ওই খনিতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই সাত জনকে পাওয়া যায়।  কঠিন কর্মপরিবেশ ও অরাজকতার জন্য খনি সমৃদ্ধ এই এলাকাটির কুখ্যাতি আছে। 
খনিটির ম্যানেজার পোলিক্যারপিও ক্যালা জানিয়েছেন, বন্দুক হামলায় নিহত কেউই খনিটির কোনো শ্রমিক বা সংশ্লিষ্ট কেউ নয়। বন্দুক হামলার সময় খনিটি খ্রিস্টীয় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে বন্ধ ছিলো।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরুর খনিগুলো থেকেই সবচেয়ে বেশি সোনা উত্তোলিত হয়। এ ছাড়া দেশটির খনিগুলোর দখল করাকে কেন্দ্র করে প্রায়ই হামলা ও মারামারির ঘটনা ঘটে থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়