Wednesday, April 3

চলতি মাসে আঘাত হানতে পারে একাধিক ঘূর্ণিঝড়


কানাইঘাট নিউজ ডেস্ক:
চলতি মাসের শুরুতেই আকাশে দুর্যোগের কালো মেঘ। এপ্রিলেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের দেখা মিলতে পারে। আঘাত হানতে পারে একাধিক ঘূর্ণিঝড়। এছাড়া তিনটি তীব্র ঝড় যা কালবৈশাখীতে রূপ নিতে পারে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে। ঝড়ের তান্ডব শেষে দেশের বিভিন্ন অঞ্ছলের উপর দিয়ে বয়ে যাবে তীব্র তাপদাহ। 
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে,এই মুহূর্তে পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ ভূখণ্ডে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৈশাখের আগেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন,প্রকৃতির দুয়ারে সমান্তরালে বইছে বসন্ত বাতাস, বৃষ্টি, কালবৈশাখী আর দাবদাহ। এই মাসেই তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে।
পশ্চিমা লঘুচাপের কারণে বাতাসে জলীয়বাষ্প বেড়ে যাওয়ায় এগিয়ে আসছে তীব্র ঝড়, কালবৈশাখী। আর ঋতুবদলের বসন্ত-বাতাস বইতে না বইতে দেখা দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ইত্যাদি রোগ।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, পূবালী বাতাসের সঙ্গে পশ্চিমা বাতাসের মিলন ঘটলে বৃষ্টিপাত হয়ে থাকে। প্রবহমান শীত শীত আমেজে বৃষ্টি থাকতে পারে টানা তিনদিন। তবে বৃষ্টি বেশি হলেও গরম কিন্তু ছাড় দেবে না। বসন্ত এবং বৃষ্টির এই লুকোচুরির ভাটা পড়বে এ মাসের শেষের দিকে।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার সংরক্ষণ ও উন্নয়নে সরকার-সংশ্লিষ্টরা নানা কথা বললেও তা বক্তৃতা-বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। আমরা এমন একটা ইস্যু নিয়ে সোচ্চার হচ্ছি যা আমাদের জীবনের জন্য আজ বৈশ্বিক উষ্ণতার শিকার।এর পরিণতি ভয়াবহ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়