Sunday, March 17

সোমবার মাদারীপুরে যাবেন শিক্ষামন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক:
মাদারীপুরের কালকিনির ডাসার থানায় সোমবার (১৮ মার্চ) যাবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি (এমপি)। তিনি ডাসারের সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন-২০১৯ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে।
কলেজ সূত্রে জানা যায়, ওইদিন বিকাল ৩টায় তিনি এ অনুষ্ঠানে যোগদান করবেন। ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ববিদ্যালয় কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠাতা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, চীফ হুইপ নুর-ই-আলম লিটন চৌধুরী, নারী এমপি তাহমিনা সিদ্দিকী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন রশীদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ ও ভারত পশ্চিম বঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তীসহ আরও অনেকে।
এ ব্যাপারে ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, আমাদের কলেজে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়