Friday, December 21

সাংবাদিক বাবুল আহমদের দাফন সম্পন্ন

নিজস্ব  প্রতিবেদক:
কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি বাবুল আহমদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পৌরসভাস্থ নন্দিরাই পশ্চিম জামে মসজিদে নামাজের জানাযা শেষে মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় কর্মরত সকল সাংবাদিকসহ হাজারো মানুষ শরীক হন। জানাজার পূর্বে সাংবাদিক বাবুল আহমদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এম.এ হান্নান, জাতীয় পার্টির সভাপতি আলা উদ্দিন মামুন, লেখক ও সমাজ সেবী মোঃ আব্দুর রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটাঃ শাহাজাহান সেলিম বুলবুল। উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি কলেজের সহকারি অধ্যাপক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, সাংবাদিকদের মধ্যে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নুর, কোষাধক্ষ্য মিছবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য আলা উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, তাওহিদুল ইসলাম, মুমিন রশীদ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় সিওমেক হাসপাতালে বাবুল আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি .......রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বাবুল আহমদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। এদিকে কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক সাবেক সহ-সভাপতি ক্লাবের বর্তমান সিনিয়র সদস্য বাবুল আহমদের মৃত্যুর সংবাদ পেয়ে ক্লাবের নেতৃবৃন্দ তাৎক্ষনিক সিওমেক হাসপাতালে ছুটে যান। শুক্রবার তার দাফন শেষে শোকাহত পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে শান্তনা প্রদান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের নেতৃবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/২১ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়