কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি কলেজে এক মুসলিম তরুণী হিজাব পরে যাওয়ায়তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থাগুলোর বরাতে হাফিংটন পোস্ট এমন তথ্য দিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে বুধবারমুসলিম অ্যাডভোকেটস ওস্থানীয় একটি আইনি ফার্মজর্জিয়া ক্যারিয়ারইনস্টিটিউটকে একটি চিঠিপাঠিয়ে প্রতিষ্ঠানটির ড্রেসকোড পরিবর্তনের আহ্বানজানিয়েছে।
কলেজের কর্মকর্তারাম্যাকাভয় নামে ওইতরুণীকে বলেন, তার হিজাবকলেজের ড্রেস কোডেরসঙ্গে যায় না। হিজাব পরেকলেজে প্রবেশ করায় কর্মকর্তারা বারবার তাকে হয়রানি করেছেন।
ম্যাকাভয় বলেন, কর্মকর্তারা তাকে জানিয়েছেন– ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি হিজাব পরেছেন। কলেজপ্রশাসনের কাছে যদি এমন ব্যাখ্যা দিয়েও আসেন, তবু তাকে এ পোশাকে ঢুকতে দেয়া হবে না।
মুসলিম অ্যাডভোকেটসের অ্যাটর্নি নিমরা আজমি বলেন, মুসলিম নারীদের জন্য হিজাব পরা ও শিক্ষাগ্রহণঅবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। কাজেই হিজাব পরাকে স্বতঃসিদ্ধ অপেশাদার কিংবা রেওয়াজবিরোধী কাজহিসেবে আমরা ভাবতে পারি না।
তবে স্কুলের ড্রেস কোডে হিজাব পরায় কোনো নিষেধের কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে– শিক্ষার্থীদেরপোশাক নিরেট কালো ও অবশ্যই পেশাদার বা রেওয়াজ অনুযায়ী হতে হবে।
ম্যাকাভয় বলেন, তিনি স্কুলের রেওয়াজ অনুযায়ী পোশাক পরেছেন। তিনি কালো ট্রাউজার, কালো শার্ট ওকালো হিজাব পরেছেন।
২১ বছর বয়সী এ তরুণী বলেন, কলেজের প্রেসিডেন্ট তাকে জোর করে ক্লাস থেকে বের করে দিয়েছেন।তাকে বাড়ি চলে যেতে বলেছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়