Monday, November 5

সংলাপ শেষে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে যে সংলাপ চলছে, সেগুলো শেষ হলে ‌‘ফলাফল বা সিদ্ধান্ত’ জানাতে আগামী ৮ বা ৯ তারিখ সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (০৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘সম্ভবত ৮ বা ৯ তারিখ এক সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। চলমান সংলাপের ফলাফল কি, সে সম্পর্কে সরকারের কি সিদ্ধান্ত নেত্রী নিজেই জানাবেন।
ওবায়দুল কাদের বলেন, সংলাপে যে যেই বক্তব্যই দিক আমরা তার রেকর্ড রাখছি। এসব নিয়ে সরকার প্রধান ও আমাদের দলনেত্রী সংবাদ সম্মেলন ডেকে সিদ্ধান্ত জানাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়