Sunday, November 25

কানাইঘাটে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সমবায় দিবস উপল্েয রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ আয়োজনে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সমবায় সংগঠনের সমবায়ীরা ও সুধীজন অংশগ্রহণ করেন। র‌্যালি ও পরবর্তী  উপজেলা সভাকে আয়োজিত সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। কানাইঘাট বাজার অগ্রগামী ুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক আব্দুন নূরের সভাপতিত্বে ও অরণ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক সমশের আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক সমবায়ী নিজাম উদ্দিন, সানরাইজ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ রুহিন, দিগন্ত বহুমূখী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন, ফারইষ্ট মাল্টি কো-অপারেটিভ সমবায় সমিতির সভাপতি হাসান আহমদ। 

কানাইঘাট নিউজ ডটকম/২৫ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়