Monday, October 15

কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে কে কত ভোট পেলেন

নিজস্ব প্রতিবেদক:ঐতিহ্যবাহী কানাইঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে  সোমবার কানাইঘাট ডাকবাংলোয় সম্পন্ন হয়েছে। নির্বাচনে  সভাপতি পদে হাজী আলতাফ হোসেন (মোটরসাইকেল)প্রতীকে ২৬০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধী সিরাজুল ইসলাম খোকন (চেয়ার) প্রতীকে ২৫৬ ভোট  এবং হাজী আব্দুল মালিক বটই মহাজন (ছাতা) প্রতীকে   ২১৭ ভোট পেয়েছেন । সহ-সভাপতি পদে ইসলাম উদ্দিন (সিএনজি অটোরিকশা) প্রতীকে ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাজী হাবীব আহমদ (সিলিং ফ্যান) প্রতীকে  ১৫২ ভোট পেয়েছেন এবং মাও. ইবাদুর রহমান (দেয়াল ঘড়ি) প্রতীকে ১১২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল হেকিম শামীম (চাকা) প্রতীকে  ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিলাল আহমদ (ডাব) প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট। এছাড়া সোহেল আমীন (দোয়াত-কলম) প্রতীকে পেয়েছেন ১৩১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে সেলিম আহমদ (সেলাই মেশিন) প্রতীকে  ৩০৪ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী নূরুল আমীন (আম) প্রতীকে ২১৯ ভোট পেয়েছেন। এছাড়া মাছুম আহমদ (কলস) প্রতীকে ৯২ ভোট, এটিএম ফয়জুল ইসলাম (আনারস) প্রতীকে ৭৬ ভোট, আফতাব উদ্দিন (বালতি) প্রতীকে ৬৯ ভোট। কোষাধ্যক্ষ পদে নজির উদ্দিন প্রধান (চশমা) প্রতীকে ৪৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী দেলওয়ার হোসেন (ইলিশ মাছ) প্রতীকে পেয়েছেন ২৬২ ভোট। এছাড়া এম কামরুল হাসান (মাইক) প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। 

১নং ওয়ার্ডে সদস্য পদে হেলাল আহমদ(জগ)প্রতীকে ১৭৫ এবং ফিরোজ মিয়া(রিকশা) প্রতীকে ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।২ নং ওয়ার্ডে মখলিছুর রহমান(ফুটবল) প্রতীকে ৯৮ ভোট এবং  ছয়ফুল আলম(জগ)প্রতীকে ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৩নং ওয়ার্ডে ইফতেখার আলম (আপেল)প্রতীকে ১২৪ ভোট এবং সেলিম আহমদ( ফুটবল) প্রতীকে ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়