Monday, October 15

কানাইঘাটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে হুইপ সেলিম

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন অাজ সোমবার বিকেল ৪টার দিকে কানাইঘাট ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত সুরমা ও লোভা নদীর ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। নদী ভাঙ্গনের ভয়াবহতা দেখে এ ব্যাপারে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেলিম উদ্দিন এম.পি এলাকাবাসীকে আশ্বস্থ করেন। তিনি এ
উপলক্ষে আমবাড়ীতে সন্ধ্যা ৭টায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। ডালাইচর থেকে আমরীখাল পর্যন্ত নদী ভাঙ্গন প্রতিরোধে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিকল্প কাচা সড়কসহ অনেক কাজ হয়েছে। পানিসম্পদ মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ডিও লেটার দিয়েছেন। আগামী শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্লকের কাজ শুরু হবে বলে সেলিম উদ্দিন এমপি ঘোষণা দেন। তিনি আরও বলেন, কানাইঘাট ও জকিগঞ্জের নদী ভাঙ্গন প্রতিরোধে প্রায় ৩শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, পর্যায়ক্রমে কাজ শুরু হবে। নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি জেলা জাপা নেতা এডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিরি বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, জেলা জাপার সহ-সভাপতি বাহার খন্দকার, উপজেলা জাপার সভাপতি আলা উদ্দিন মামুন, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, জাপা নেতা শামীম আহমদ, ছাত্রসমাজের সভাপতি স্বাধীন আজাদসহ অনেকে জনসভায় বক্তব্য রাখেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৫ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়