Monday, October 15

কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ! আলতাফ সভাপতি, শামীম সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী কানাইঘাট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে  সোমবার কানাইঘাট ডাকবাংলোয় সম্পন্ন হয়েছে। রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা
করা হয়। সভাপতি পদে হাজী আলতাফ হোসেন (মোটরসাইকেল) ২৬০, সহ-সভাপতি পদে কাউন্সিলর ইসলাম উদ্দিন (অটোরিকশা সিএনজি) প্রতীক নিয়ে ৪৭৯ এবং সাধারণ সম্পাদক পদে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হেকিম শামীম (চাকা প্রতীক নিয়ে) ৪৪১,
সহ-সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিন (সেলাই মেশিন নিয়ে) ৩২০, কোষাধ্যক্ষ পদে নজির উদ্দিন প্রধান (চশমা প্রতীক নিয়ে) ৪২৯ ও ১নং ওয়ার্ডে সদস্য পদে হেলাল আহমদ, ফিরোজ মিয়া, ২নং ওয়ার্ডে মখলিছুর রহমান, সাইফুল আলম, ৩নং ওয়ার্ডে ইফতেখার আলম ও সেলিম আহমদ বিজয়ী হয়েছেন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের নিবন্ধিত ৭৭৮ জন ভোটারের মধ্যে ৭৩৩ জন ভোট প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, নির্বাচন
পরিচালনা কমিটির প্রধান উপজেলা আওয়ামী লীগের অাহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম অাহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান,পৌর আওয়ামী লীগের অাহবায়ক জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের  ১৫নং ওয়ার্ড সদস্য হাজী আলমাছ উদ্দিন,কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম অাহবায়ক নাজমুল ইসলাম হারুন,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, জাপা নেতা আলা উদ্দিন মামুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক,যুগ্ন-আহবায়ক এস এম মাহবুবুল অাম্বিয়া,কানাইঘাট পৌর বিএনপি'র সভাপতি কাউন্সিলর শরিফুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, সহ-সম্পাদক আব্দুন নূর, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য কাওছার আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা।

নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন কানাইঘাট সরকারি কলেজের সহকারি অধ্যাপক  সিরাজুল হক।

নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাজারে আনন্দ মিছিল বের করেন। 

প্রসঙ্গত দীর্ঘ ৯বছর পর কানাইঘাট বাজার বণিক সমিতির নির্বাচন অাজ অনুষ্ঠিত হলো। 

কানাইঘাট নিউজ ডটকম/১৫ অক্টোবর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়