Saturday, October 13

কানাইঘাট সাতবাঁক ইউপিতে এসডিএফ'র অর্থায়নে গ্রাম সমিতির অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন চেয়ারম্যান পলাশ

নিজস্ব প্রতিবেদক:
সোশ্যাল ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের মাঝরচটি গ্রাম সমিতির অফিস ভবনের শুভ ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন ৪নং সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। অাজ শনিবার দুপুর ১টায় অফিস ভবনের ভিত্তি প্রস্থর উপলক্ষ্যে এসডিএফের উদ্যোগে সমিতির সকল সদস্য ও এলাকার সুধিজনের উপস্থিতিতে ইসমাইল আলীর বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাতবাঁক  ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও এসডিএফের সড়কের বাজার ব্রাঞ্চের কাষ্টার অফিসার মোঃ
মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাঁক  ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মামুন আহমদ, এসডিএফের মাঠপর্যায়ের কাস্টার ফারুক আহমদ প্রমুখ। চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ তার বক্তব্যে বলেন, দেশের দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরী এবং তাদের কে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের অর্থ-মন্ত্রনালয়ের কার্যক্রম বাস্তবায়নে এসডিএফ কাজ করে যাচ্ছে। এসডিএফ কোন ধরনের এনজিও সংগঠন নয়, এ ধরনের অপ-প্রচারে কান না দেওয়ার জন্য তিনি সকল মহলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সাতবাঁক ইউনিয়নে ১১টি গ্রাম সমিতি গঠন করে ১৫শ ৫০জন সদস্য তৈরী করে গ্রাম সমিতির পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। উক্ত সমিতির সদস্যরা সেই কার্যালয়ের মালিক। এসএফ অফেরতযোগ্য ঋণ সদস্যদের মাঝে বিতরণ করে তাদের কে আত্ম-নির্ভরশীল এবং গ্রামীণ এলাকায় রাস্তাঘাট নির্মাণ ও মেয়েদের শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন। যার সুফল এ ইউনিয়নের মানুষ পাচ্ছেন। 

কানাইঘাট নিউজ ডটকম/১৩ অক্টোবর ২০১৮


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক